নূর মুহাম্মাদ মণ্ডল - মহাব্যবস্থাপক (অব.) বিএডিসি-কৃষিভবন, ঢাকা
৫১৮৮. Question
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিএডিসি (বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন)-এ কর্মরত ছিলাম। বর্তমানে অবসরপ্রাপ্ত। বিএডিসি একটি কর্পোরেশন হলেও সরকারি কর্মকর্তা/কর্মচারীর যাবতীয় বিধান অনুসরণপূর্বক বেতন-ভাতাদিসহ যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। জাতীয় বেতন স্কেল অনুসরণে বেতন-ভাতাদি ও চাকরির অবসরকালীন যাবতীয় আর্থিক সুবিধা প্রদান করা হয়। তবে সরকারি কর্মকর্তা/কর্মচারিদের অবসরকালীন পেনশন ও গ্রাচ্যুটি প্রদান করা হয় আর বিএডিসির কর্মকর্তাদের সরকারি কর্মকর্তাদের ন্যায় পেনশন প্রদান করা হয় না। বিএডিসির কর্মকর্তা/কর্মচারীদের গ্রাচ্যুটি ও প্রভিডেন্ট-এর সুবিধা প্রদান করা হয়। তাই, জানতে চাই গ্রাচ্যুটি/প্রভিডেন্ট ফান্ড হতে প্রাপ্ত অর্থ পেনশন স্কিম (সঞ্চয়পত্র)-এ রাখা যাবে কি না? পেনশন স্কিমের সুবিধা হল, পঞ্চাশ লক্ষ টাকা জমা রাখলে প্রতি তিন মাস পর পর পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয় এবং মূল অর্থ অক্ষত থাকে।
উল্লেখ্য, সরকারের জাতীয় স্কেলভুক্ত কর্মকর্তা/কর্মচারীরাই শুধু পেনশন স্কিম (সঞ্চয়পত্র)-এ টাকা লগ্নি করতে পারে।
Answer
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেনশন স্কিম বা সঞ্চয়পত্র একটি সুদি স্কিম। এ থেকে প্রাপ্ত অতিরিক্ত অর্থ সুদ। আর ইসলামে সুদ নিকৃষ্টতম হারাম। প্রত্যেক মুসলমানের কর্তব্য তা থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন-
وَ اَحَلَّ اللّٰهُ الْبَیْعَ وَ حَرَّمَ الرِّبٰوا.
আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। -সূরা বাকারা (২) : ২৭৫
জাবের রা. বলেন-
لَعَنَ رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ.
সুদ গ্রহণকারী, সুদপ্রদানকারী, সুদের হিসাব লেখক এবং সুদের সাক্ষী- এদের সবার উপর নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন এবং বলেছেন (গুনাহের ক্ষেত্রে) তারা সকলেই সমান। -সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮
উল্লেখ্য, পেনশন স্কিম কেবলমাত্র সরকারি চাকরিজীবীদের দেওয়া হয়। তাই সরকারি হওয়ার কারণে কারো মধ্যে এ ধারণা থাকতে পারে যে, এটি সুদ নয়। এমন ধারণা অমূলক।
-আহকামুল কুরআন, জাসসাস ১/৪৬৯; ফাতহুল কাদীর ৬/১৪৬; আলমুগনী, ইবনে কুদামা ৬/৪৩৬