আমাতুল্লাহ উমামা - খুলনা
৫১৭৬. Question
আমি কুরআন মাজীদ হিফজ করেছি। দুপুর ও সন্ধ্যায় নিয়মিত তিলাওয়াত করি। কোনো কোনো সময় তিলওয়াত করা অবস্থায় আযান শুরু হয়। শুনেছি এসময় আযানের জবাব দিতে হয় না।
মুফতী সাহেবের কাছে জানার বিষয় হল, তিলাওয়াতকালে আযান শুরু হলে কি করা উচিত? তিলাওয়াত চালিয়ে যাওয়া, নাকি আযানের জবাব দেওয়া?
Answer
কুরআন মাজীদ তিলাওয়াত করা অবস্থায় আযান শুরু হলে তিলাওয়াত বন্ধ রেখে আযানের জবাব দেওয়া উচিত। আযান শেষে দুআ পড়ে আবার তিলাওয়াত শুরু করবে। অবশ্য এ অবস্থায় তিলাওয়াত অব্যাহত রাখাও জায়েয।
-আলমুহীতুল বুরহানী ২/১০২; বাদায়েউস সানায়ে ১/৩৮৩; খুলাসাতুল ফাতাওয়া ১/৫০; আলবাহরুর রায়েক ১/২৫৯; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী, পৃ. ১০৯