Muharram 1442 || September 2020

আহসান হাবিব - আবদুল্লাহপুর

৫১৭৫. Question

আমাদের মসজিদ কমপ্লেক্সে একটি নূরানী মকতব আছে। মাঝে মাঝে মুয়াযযিন সাহেব না থাকলে মকতবের ছেলেরা আযান দেয়। যাদের বয়স আট থেকে দশ বছর। এসকল নাবালেগ ছেলেরা আযান দিলে কোনো অসুবিধা আছে কি না- জানানোর অনুরোধ রইল।

Answer

মুত্তাকী বালেগ ব্যক্তির আযান দেওয়াই উত্তম। তবে নাবালেগ বুঝমান ছেলে আযান দিলে তা আদায় হয়ে যাবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ২৩৬৯; কিতাবুল আছল ১/১১৫; আলবাহরুর রায়েক ১/২৬৪; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৪৫; রদ্দুল মুহতার ১/৩৯১

Read more Question/Answer of this issue