Muharram 1442 || September 2020

আবদুস সালাম - পঞ্চগড়

৫১৭৪. Question

আমাদের উত্তরবঙ্গে মিশনারীদের তৎপরতা অত্যধিক বেশি। খ্রিষ্টান মিশনারীরা নানা কৌশলে মানুষকে প্ররোচিত করছে। তারা সরলমনা মুসলমানদেরকে প্রভাবিত করতে প্রথমে তাদেরকে কুরআন পড়ে শোনায় এবং কিছু কিছু আয়াতের অনুবাদ করে তারা কুরআন থেকেই যীশুখ্রীস্টের শ্রেষ্ঠত্ব বর্ণনা করে।

তাদের কৌশল ও কার্যক্রম জানতে আমরা মাঝে মাঝে তাদের কথা শুনি। জানার বিষয় হল, এসব অমুসলিমদের থেকে সিজদার আয়াত শুনলে আমাদের উপর সিজদা ওয়াজিব হবে কি না?

Answer

অমুসলিম থেকে সিজদার আয়াত শুনলেও সিজদা ওয়াজিব হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে তাদের থেকে সিজদার আয়াত শুনলে আপনাদের উপর সিজদা তিলাওয়াত ওয়াজিব হবে।

-কিতাবুল আছল ১/২৭২; আলমাবসূত, সারাখসী ২/৫; বাদায়েউস সানায়ে ১/৩৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮৪; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৩৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৬৩; আদ্দুররুল মুখতার ২/১০৭

Read more Question/Answer of this issue