Muharram 1442 || September 2020

শরীফ - কুমিল্লা

৫১৭২. Question

একদিন যোহরের নামাযে ইমাম সাহেব মসজিদে আসেননি। মুসল্লিদের থেকে একজন নামায পড়ালেন। তিনি ভুলক্রমে প্রথম বৈঠক না করেই তৃতীয় রাকাতে দাঁড়িয়ে গেলেন। পেছন থেকে লোকমা দিলেও তিনি বসলেন না এবং শেষে সাহু-সিজদা করে নামায শেষ করেন।

হুজুরের নিকট জানার বিষয় হল, আমাদের উক্ত নামায সহীহ হয়েছে কি না? এছাড়া ভুলক্রমে প্রথম বৈঠক না করলে করণীয় কী?

Answer

নামাযে প্রথম বৈঠক করা ওয়াজিব। ভুলবশত এটি না করলে সাহু-সিজদা ওয়াজিব হয়। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে সাহু-সিজদা দেওয়া ঠিক হয়েছে এবং আপনাদের নামায সহীহভাবে আদায় হয়েছে।

হযরত আবদুল্লাহ ইবনে বুহায়না রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

إِنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ قَامَ مِنَ اثْنَتَيْنِ مِنَ الظّهْرِ لَمْ يَجْلِسْ بَيْنَهُمَا، فَلَمّا قَضَى صَلاَتَهُ سَجَدَ سَجْدَتَيْنِ، ثُمّ سَلّمَ بَعْدَ ذَلِكَ.

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যোহরের নামাযে দ্বিতীয় রাকাতে না বসে (ভুলক্রমে) দাঁড়িয়ে গেলেন এবং নামায পূর্ণ করে সেজদা-সাহু করলেন, অতঃপর সালাম ফেরালেন। (সহীহ বুখারী, হাদীস ১২২৫; সহীহ মুসলিম, হাদীস ৫৭০)

-কিতাবুল আছল ১/১৯৩; বাদায়েউস সানায়ে ১/৩৯৯; আলইখতিয়ার ১/২৫০; আলবাহরুর রায়েক ২/১০০; ফাতাওয়া হিন্দিয়া ১/১২৭; আদ্দুররুল মুখতার ২/৮৩

Read more Question/Answer of this issue