Zilqad 1441 || July 2020

আরিফ খাঁন - পাহাড়তলি, চট্টগ্রাম

৫১৫০. Question

আমাদের দেশসহ বিভিন্ন দেশে এখন খামারগুলোতে ভেড়ার সাথে দুম্বা ও ছাগলের সাথে হরিণ দিয়ে ক্রসব্রিড করে অধিক মুনাফার আশায় নতুন নতুন জাতের ছাগল ও ভেড়ার জন্ম বিস্তার করছে। এই ধরনের প্রজনন শরীয়তসম্মত কি না?

Answer

হাঁ, ভেড়ার সাথে দুম্বা এবং ছাগলের সাথে হরিণ কিংবা এজাতীয় কোনো হালাল প্রাণীর পরস্পর ক্রসব্রিড করে প্রাণী প্রজনন করা বৈধ। তবে শর্ত হল, হালাল প্রাণীর সাথে ক্রসব্রিড করতে হবে। কোনো হারাম প্রাণীর ডিম্বাণুর সংমিশ্রন করা যাবে না।

-কিতাবুল আছল ৫/৪১১; তাবয়ীনুল হাকায়েক ৬/৪৬৮, ৭/৬৮; আদ্দুররুল মুখতার ৬/৩০৪, ৩১১

Read more Question/Answer of this issue