Zilqad 1441 || July 2020

হাসান জামীল - নরসিংদী

৫১৪৮. Question

একই দিনে আমার ভাগনি ও তাদের পাশের বাড়ির একটি মেয়ের বিবাহ ঠিক হয়। যে মুরব্বি বিয়ে পড়ান তিনি একটু ভুল করেন। আমার ভাগনির বিয়ে পড়ানোর সময় ভুলে তার নাম না বলে অন্যজনের নাম বলে ফেলেন। তবে সেসময় যার নাম বলা হয় সে সামনে ছিল না; বরং আমার ভাগনি তার সামনে ছিল। তিনি তার দিকে হাত উঠিয়ে ইশারাও করেছিলেন। বিষয়টি তাকে বললে তিনি বলেন, সমস্যা নেই, বিবাহ হয়ে গেছে। তিনি আস্থাভাজন ও বিজ্ঞ হওয়ায় আমরা তাকে জোরাজুরি করিনি। পরে তিনি ২য় বার বিয়ে না পড়িয়ে অন্যজনের বিয়ে পড়াতে চলে যান। কিন্তু এখন আত্মীয়-স্বজনদের মাঝে বিষয়টি নিয়ে কানাঘুষা চলছে। তাই হুযুরের কাছে বিষয়টির সঠিক সমাধান জানতে চাচ্ছি; ঐ মুরুব্বির কথা ঠিক কি না? আমার ভাগনির বিয়ে সহীহ হয়েছে কি না? দয়া করে জানিয়ে আমাদের উপকৃত করবেন।

Answer

প্রশ্নোক্ত বক্তব্য অনুযায়ী আপনার ভাগনির নাম ভুল হলেও সে যেহেতু সামনেই উপস্থিত ছিল এবং বিবাহের প্রস্তাবের সময় তার দিকে ইশারা করা হয়েছে তাই তার বিবাহ সহীহ হয়েছে। কেননা বিবাহের মজলিসে উপস্থিত মেয়ের দিকে ইশারা করে বিবাহ পড়ানো হলে সেক্ষেত্রে নাম বলতে ভুল হয়ে গেলেও সমস্যা নেই। উপস্থিত পাত্রীর সাথেই বিবাহ সংঘঠিত হয়ে যায়। যার নাম বলা হয়েছে তার সাথে বিয়ে হয় না। সুতরাং এ বিবাহ নিয়ে আত্মীয়-স্বজনের কানাঘুষা করা বা কোনো প্রকার সংশয় প্রকাশ করা ঠিক হবে না।

-মুখতারাতুন নাওয়াযিল ২/২৩; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়্যাহ ১/৩১৩; ফাতাওয়া তাতারখানিয়া ৪/৩৪; ফাতহুল কাদীর ৩/১০৪; হাশিয়াতুত তাহতাবী আলাদদুর ২/১২; রদ্দুল মুহতার ৩/২৬

Read more Question/Answer of this issue