ত্বহা - বরিশাল
৫১৪৭. Question
গত রজব মাসে আমার স্ত্রীর বাবা মারা গেছেন। রমযানের কয়েক দিন আগে সম্পত্তি ভাগ করা হয়। আমার স্ত্রী কিছু জমি-জমাসহ নগদ দশ লক্ষ টাকা ক্যাশ পায়। এদিকে তার আগে থেকেই বিশ ভরির মত স্বর্ণ রয়েছে। আল্লাহ্র রহমতে প্রতি রমযানে তার যাকাত আদায় হয়ে থাকে। হুযুরের কাছে জানতে চাচ্ছি, এবার সে কি শুধু অলংকারের যাকাত দেবে না, মীরাস বাবদ যে টাকা পেয়েছে সেগুলোরও যাকাত দেবে? জানিয়ে বাধিত করবেন।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার স্ত্রীকে বিশ ভরি স্বর্ণের সাথে মীরাস হিসেবে পাওয়া দশ লক্ষ টাকারও যাকাত আদায় করতে হবে।
-কিতাবুল আছল ২/৮৯; মুখতারাতুন নাওয়াযিল ১/৪২৭; বাদায়েউস সানায়ে ২/৯৬; ফাতাওয়া সিরাজিয়া পৃ. ২৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫