Zilqad 1441 || July 2020

শোয়াইব - পটিয়া

৫১৪৬. Question

আমার একটা দোকান আছে কাপড়ের। যাতে প্রায় ৩০ লক্ষ টাকার কাপড় ছিল। প্রতি বছর তার যাকাত আদায় করে থাকি। এ বছর রমযানের প্রথম তারিখে সে পণ্যের যাকাত হিসেব করে রাখি। কিন্তু বিশেষ সমস্যা ও ব্যস্ততার কারণে তা আদায় করতে পারিনি। এভাবে প্রায় তিন মাস হয়ে যায় গড়িমসি করে এখনো দেয়া হয়নি। এদিকে এর কিছুদিন পর দোকানের সব পণ্য ৩০ লক্ষ টাকায় বিক্রি করে দিই এবং সে টাকা দিয়ে একটি ফ্ল্যাট ক্রয় করে ফেলি। জানার বিষয় হল, আমাকে কি এখন দোকানের পণ্য বিক্রির ৩০ লক্ষ টাকার যাকাত দিতে হবে?

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে যাকাতবর্ষ যে দিন পূর্ণ হয়েছে সে দিনের হিসেবে ২.৫% যাকাত আদায় করতে হবে। যাকাতবর্ষ পূর্ণ হওয়ার পর দোকান বিক্রির টাকা দিয়ে ফ্ল্যাট ক্রয়ের কারণে উক্ত যাকাত মাফ হয়ে যায়নি। অবশ্য ফ্ল্যাটটি যদি বিক্রির জন্যে না কেনা হয় তাহলে পরবর্তী বছর থেকে এর মূল্যের উপর যাকাত দিতে হবে না।

-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ১২৫; আলহাবিল কুদসী ১/২৬৭; আলমুহীতুল বুরহানী ৩/১৮১; আননাহরুল ফায়েক ১/৪৩০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮০; আদ্দুররুল মুখতার ২/২৮৪

Read more Question/Answer of this issue