Zilqad 1441 || July 2020

যুলফা - সদর দৌলত খান, ভোলা

৫১৪৫. Question

গত শুক্রবার রাতে এশার নামাযের কিছুক্ষণ আগে ঘরে তালা দিয়ে পাঁচ তলায় আমার বড় বোনের বাসায় যাই। ঘণ্টা দু-একের মত থাকার পর ফিরে এসে দেখি ঘরের দরজা খোলা ও তালাটি ভাঙা অবস্থায় আঙটার সাথে ঝুলে আছে। অতঃপর ভিতরে প্রবেশ করে দেখি আমার অনেক দামি সামানাসহ দশ ভরি স্বর্ণ চুরি হয়ে গেছে। হুযুরের কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি তা হল, বছর অতিক্রম হওয়ায় উক্ত স্বর্ণগুলোর উপর যাকাত ওয়াজিব ছিল। তাই চুরি হয়ে যাওয়া সত্তে¡ও আমাকে কি যাকাত আদায় করতে হবে?

Answer

চুরি হয়ে যাওয়া উক্ত স্বর্ণের যাকাত আদায় করতে হবে না। কারণ যে সম্পদের উপর যাকাত ফরয হয়েছে এর পুরোটা চুরি হয়ে গেলে তার যাকাত আদায় করতে হয় না।

-কিতাবুল আছল ২/১০৫; আলমুহীতুল বুরহানী ৩/২৩৫; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১৯৬; আলবাহরুর রায়েক ২/২১৮; রদ্দুল মুহতার ২/৩৬১

Read more Question/Answer of this issue