Zilqad 1441 || July 2020

রিদওয়ান - মহাখালি

৫১৪৪. Question

আমি বে-সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করি। প্রতিষ্ঠানটি বাসা থেকে দূরে হওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে একটি গাড়ি গিফ্ট করা হয়। কোনো এক কারণে গাড়িটি এক ভদ্র লোকের কাছে ১০ লাখ টাকায় বিক্রি করে দিই। গাড়িটির মূল্য নগদ দেওয়ার কথা থাকলেও সে বিলম্ব করে ৫ বছর পর পরিশোধ করে। হুযুরের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি তা হচ্ছে, মসজিদের ইমাম সাহেব বিষয়টি আগ থেকেই জানতেন। গত রাতে তার সাথে দেখা হলে তিনি আমাকে বললেন, আপনাকে ৫ বছরের যাকাত দিতে হবে। তাই সত্যি কি আমাকে ৫ বছরের যাকাত দিতে হবে? জানালে উপকৃত হবো।

Answer

প্রশ্নের বিবরণ অনুযায়ী আপনাকে উক্ত মূল্যের উপর বিগত পাঁচ বছরের যাকাত দিতে হবে না। কারণ ব্যবহৃত বস্তুর মূল্য হস্তগত হওয়ার পর যাকাতবর্ষ অতিক্রম না হলে তার উপর যাকাত ফরয হয় না।

প্রকাশ থাকে যে, এক্ষেত্রে ভিন্ন মতও আছে। কিন্তু বিশুদ্ধ মত সেটিই, যা এখানে উল্লেখ করা হল।

-আলমাবসূত, সারাখসী ২/১৯৫; আলমুহীতুল বুরহানী ৩/২৪৪; আলহাবিল কুদসী ১/২৭৪; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৫; রদ্দুল মুহতার ৩/৩০৬

Read more Question/Answer of this issue