Zilqad 1441 || July 2020

মুহাম্মাদ আলমামুন - হরিপুর, ঠাকুরগাঁও

৫১৩৯. Question

বাড়ির মহিলা মানুষ মারা গেলে সবাই কি ঐ লাশকে দেখতে পারবে? আমাদের এলাকায় নারী-পুরুষ নির্বিশেষে সবাই উক্ত লাশ দেখে। হযরত মুফতী সাহেবের কাছে আবেদন হল, বিষয়টি বিস্তারিতভাবে দলীলসহকারে জানিয়ে বাধিত করবেন।

Answer

জীবিত অবস্থায় যাকে দেখা নাজায়েয মৃত্যুর পরও তাকে দেখা না জায়েয। অতএব কোনো মহিলা মারা গেলে নারী-পুরুষ নির্বিশেষ তাকে দেখার প্রথাটি শরীয়ত পরিপন্থী। এক্ষেত্রে শুধু তার ঐ আত্মীয়রাই দেখতে পারবে। যাদের সাথে তার পর্দা করা জরুরি নয়।

-বাদায়েউস সানায়ে ২/৬৩; ; আলমুহীতুল বুরহানী ৩/৯০; ফাতাওয়া হিন্দিয়া ৫/৩২৯; আদ্দুররুল মুখতার ৬/৩৭১

Read more Question/Answer of this issue