Zilqad 1441 || July 2020

শামসুল আলম - নোয়াখালী

৫১৩৭. Question

আমি গত ঈদুল আযহার দিন আসরের নামাযে মাসবুক হই। ইমাম সাহেব সালাম  ফেরানোর পর সবাই যখন তাকবীরে তাশরীক বলে তখন আমারও তাকবীরের কথা স্মরণ হয়। কিন্তু অবশিষ্ট নামায শেষ করে সালাম ফেরানোর পর তাকবীর বলতে ভুলে যাই। বাসায় যাওয়ার পর তাকবীরের কথা স্মরণ হলে তৎক্ষণাৎ একবার তাকবীর বলে নেই। জানার বিষয় হল, আমার ঐ ওয়াক্তের তাকবীর কি আদায় হয়েছে? না হয়ে থাকলে এখন করণীয় কী?

Answer

ফরয নামাযের সালাম ফেরানোর পর কোনো প্রকার কথাবার্তা বলার আগেই তাকবীরে তাশরীক বলা ওয়াজিব। তাই অবশিষ্ট নামায শেষ করে সালাম ফেরানোর পর আপনার জন্য তাকবীর বলা আবশ্যক ছিল। কিন্তু আপনি যেহেতু তাকবীরের কথা ভুলে গিয়ে মসজিদ থেকে বের হয়ে গেছেন তাই বাসায় গিয়ে তা আর পড়ার সময় থাকেনি।

-আলমাবসূত, সারাখসী ২/৪৫; তাবয়ীনুল হাকায়েক ১/৫৪৬; ফাতাওয়া তাতারখানিয়া ২/৬৪১; ফাতহুল কাদীর ২/৫০; আলবাহরুর রায়েক ২/১৬৫; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৯৪

Read more Question/Answer of this issue