মুহাম্মাদ রবিউল ইসলাম - চাঁদপুর, চট্টগ্রাম
৫১৩০. Question
আমি একদিন ফজরের নামায পড়তে পারি নাই। সূর্য উদয় হলে পড়ে নিব ভাবছিলাম। কিন্তু আমার মনে ছিল না। তারপর যোহরের নামায পড়ার পর আমি ফজরের কাযা নামায আদায় করি। এখন কি আমার যোহরের ফরয নামায বাতিল হয়ে যাবে?
বিশেষ দ্রষ্টব্য : আমি মালা-বুদ্দা মিনহু কিতাবে সালাতের অধ্যায়ে পেয়েছি যে, কোনো ব্যক্তির এক ওয়াক্ত নামায তার জিম্মা থেকে ছুটে গেল পরবর্তী ওয়াক্তের পরে তা কাযা আদায় করলে পূর্ববর্তী নামাযের ফরযিয়াত বাতিল হয়ে যাবে। (মালা-বুদ্দা মিনহু, সালাত অধ্যায়)
অতএব, হুজুরের নিকট আকুল আবেদন এই যে, আমার উক্ত বিষয়ের ব্যাখ্যাটি ‘মাসিক আলকাউসারে’ প্রকাশ করলে চিরকৃতজ্ঞ থাকব।
পুনশ্চ : আমার অনেক ওয়াক্তের নামায কাযা আছে।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার যোহর নামায সহীহভাবে আদায় হয়েছে। প্রশ্নে যে মাসআলার কথা আপনি উল্লেখ করেছেন তা সাহিবে তারতীব (যার কাযা নামাযের সংখ্যা ছয়ের কম) ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন শর্তের সাথে প্রযোজ্য। আর আপনার যিম্মায় যেহেতু ছয় ওয়াক্তের বেশি নামায কাযা আছে তাই এই মাসআলা আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়।
-আলমাবসূত, সারাখসী ১/১৫৩; আলমুহীতুল বুরহানী ২/৩৪৭; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৪৫; শরহুর মুনয়া পৃ. ৫২৯; আলবাহরুর রায়েক ২/৭৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১২১