Zilhajj 1441 || August 2020

মুহাম্মাদ নূরুল ইসলাম - নগরকান্দা, ফরিদপুর

৫১৬৮. Question

মুহতারাম, আমাদের গ্রামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ খৌরকার্যে অক্ষম অবস্থায় অসুস্থ। এখন তার কোনো স্ত্রীও বেঁচে নেই, যে তার এই খেদমতটুকু করে দেবে। আর সে নিজেও সম্পাদনা করতে অক্ষম। এখন মুফতী সাহেবের নিকট জানার বিষয় হল। এই খেদমতটুকু অন্য কেউ করে দিতে পারবে কি না। দলীলসহ জানালে উপকৃত হতাম।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার গ্রামের সেই অসুস্থ ব্যক্তি নিজের ক্ষৌরকার্যের জন্য চিকিৎসকের পরামর্শ নিয়ে কোনো লোমনাশক ক্রীম ব্যবহার করতে পারেন। এভাবে পরিষ্কার করতে পারলে অন্যকে দিয়ে এ কাজ করানো জায়েয হবে না। কেননা নিতান্ত প্রয়োজন ছাড়া কারো সামনে সতর খোলা বৈধ নয়। আর যদি এভাবেও পরিষ্কার করতে না পারেন কিংবা পরিষ্কার করতে পারলেও লোমনাশক ক্রীম ব্যবহার করা তার জন্য ক্ষতিকারক হয় তাহলে কোনো পুরুষের মাধ্যমে তিনি এ কাজটি করাবেন। এক্ষেত্রে সাহায্যকারী নিজ হাতে গ্লাভস বা কোনো কাপড় পেঁচিয়ে নেবেন।

-কিতাবুল আছল ২/২৩৮; আলমুহীতুল বুরহানী ৮/৩২; আলইখতিয়ার ৪/১০৯; মুখতারাতুন নাওয়াযিল ৩/২১; ফাতাওয়া তাতারখানিয়া ১৮/৯৮; রদ্দুল মুহতার ৬/৩৭১

Read more Question/Answer of this issue