হুমায়ন সিকদার - গোপালগঞ্জ
৫১৬১. Question
আমি এক বাড়িতে পাহারাদারির কাজ করি। প্রতিদিন সকালে গেটের সামনে ঝাড়– দিই। পাশের বিল্ডিংটি ছোট হওয়ায় সে বাড়ির মালিক কোনো পাহারাদার রাখেনি। তার বাড়ির সামনে নিয়মিত পরিষ্কার না করার কারণে ময়লা থাকে। একদিন তিনি আমাকে এ প্রস্তাব দিলেন, ‘তুমি যখন তোমাদের বাড়ির সামনে ঝাড়– দেবে তখন আমারটাও দেবে। আমি তোমাকে প্রতি মাসে ৪০০ টাকা দিব।’ মালিককে না জানিয়ে আমি তার এই প্রস্তাব গ্রহণ করে প্রতিদিন তার বাড়ির সামনে ঝাড়– দিচ্ছি। এতে কোনো অসুবিধা আছে কি?
Answer
মালিককে না জানিয়ে উক্ত প্রস্তাব গ্রহণ করা ঠিক হয়নি। এটি খেয়ানতের শামিল। তাই আপনার কর্তব্য হল, বিষয়টি মালিককে জানিয়ে তার অনুমতি হলে কাজটি করা। যদি অনুমতি না পাওয়া যায়, তাহলে কাজটি ছেড়ে দেবেন।
-তাবয়ীনুল হাকায়েক ৬/১৪৩; আননুতাফ ফিল ফাতাওয়া পৃ. ৩৪০; দুরারুল হুক্কাম ফী শরহি গুরারিল আহকাম ২/২৩৬; হাশিয়াতুত তাহতাবী আলাদ্দুর ৪/৩৮; শরহুল মাজাল্লা, আতাসী ২/৪৮২