Zilhajj 1441 || August 2020

মুহাম্মাদ শাহীন - গোপালগঞ্জ

৫১৫৮. Question

হযরত আমাদের এলাকায় আজীমুদ্দিন তালুকদার নামে এক লোক আছে। সে দুটি বিবাহ করেছে। প্রথম বিবির নাম আমিরুন নেসা। তার ছেলের নাম ইসমাঈল তালুকদার। এই ইসমাঈলের বড় ছেলের নাম আব্দুল কুদ্দুস তালুকদার। তার একজন মেয়ে আছে মুক্তানামে।

আর এই আজিমুদ্দিনের অপর স্ত্রী আছে তার নাম মারিয়ম। তার ছেলের নাম ইবরাহীম তালুকদার। এই ইবরাহীম তালুকদারে সাথে ঐ মুক্তা বেগমের বিবাহ হয়েছে। এখন কথা হল, যার সাথে মুক্তার বিবাহ হয়েছে সে হল তার সৎ দাদা। অর্থাৎ মুক্তার আপন দাদা হল ইসমাঈল। আর ইসমাঈল ও ইবরাহীম হল সৎ ভাই। মা ভিন্ন বাপ একএখন সেই সৎ দাদা স্বীয় নাতনীকে বিবাহ করেছে। এখন প্রশ্ন হল, তাদের মধ্যকার বিবাহ বন্ধনের বিধান কী? জানালে উপকৃত হতাম।

Answer

প্রশ্নের বর্ণনা মতে ইবরাহীম তালুকদার মুক্তা বেগমের দাদার বাপ শরীক ভাই। অর্থাৎ বাপ শরীক দাদা। সুতরাং তারা পরস্পর  মাহরাম।

তাই তার সঙ্গে ইবরাহীম তালুকদারের বিবাহ সহীহ হয়নি। আপন দাদা যেমনিভাবে মাহরাম। অনুরূপভাবে সৎ দাদাও মাহরাম। তাদের পরস্পর বিবাহ হারাম। অতএব তাদের বিবাহ সহীহ হয়নি। তাদের এখনই আলাদা হয়ে যাওয়া এবং নিজেদের কৃতকর্মের জন্য খাঁটি দিলে তওবা করা জরুরি।

-তাফসীরে মাযহারী ২/২৬৫; ফাতহুল কাদীর ৩/১১৭; মাজমাউল আনহুর ১/৪৭১; তাবয়ীনুল হাকায়েক ২/৪৬০; মাজমাউল বাহরাইন, পৃ. ৫১২; আলবাহরুর রায়েক ৩/৯৩

Read more Question/Answer of this issue