Zilhajj 1441 || August 2020

আফিফা মারজানা - সিলেট

৫১৫৬. Question

হজ্বের মৌসুমে দেখা যায়, কয়েকজন বোরকা পরিহিতা মহিলা কেচি নিয়ে দাড়িয়ে থাকে। কারো চুল  ছোট করার (কছর করা) প্রয়োজন হলে তারা অল্প কিছু চুল কেটে দেয়। মুহতারামের নিকট জিজ্ঞাসা হল, চুল কাটার সর্বনিম্ন পরিমাণ কতটুকু? পুরো মাথা থেকে কাটতে হবে, নাকি অল্প কিছু চুল কাটলেও চলবে? এক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্য উত্তম তরিকা কী? বিষয়টি বিস্তারিতভাবে জানালে উপকৃত হতাম।

Answer

ইহরাম থেকে হালাল হওয়ার জন্য মাথার এক চতুর্থাংশ পরিমান চুলের অগ্রভাগ থেকে আঙ্গুলের এক কর পরিমাণ চুল ছোট করা ওয়াজিব। এটাই চুল ছোট করার সর্বনিম্ন পরিমাণ। তবে পুরুষদের জন্য সর্বাবস্থায় মাথা মুণ্ডানো উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুণ্ডিয়েছেন এবং মাথা মুণ্ডনকারীদের জন্য বিশেষভাবে দুআ করেছেন।

হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

أَنّ رَسُولَ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ حَلَقَ رَأْسَهُ فِي حَجّةِ الوَدَاعِ.

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্বের দিন মাথা মুণ্ডন করেছেন। (সহীহ বুখারী, হাদীস ৪৪১০; সহীহ মুসলিম, হাদীস ১৩০৪)

عَنْ يَحْيَى بْنِ الْحُصَيْنِ، عَنْ جَدّتِهِ، أَنّهَا سَمِعَتِ النّبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ فِي حَجّةِ الْوَدَاعِ دَعَا لِلْمُحَلِّقِينَ ثَلَاثًا، وَلِلْمُقَصِّرِينَ مَرّةً.

ইয়াহইয়া ইবনে হুসাইন তার দাদীর সূত্রে বর্ণনা করেন, তিনি বিদায় হজ্বের দিন দেখেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুণ্ডনকারীদের জন্য দুআ করেছেন তিনবার। আর চুল ছোটকারীদের জন্য একবার। (সহীহ মুসিলম, হাদীস ১৩০৩)

আর  মহিলাদের জন্য পুরো মাথা থেকে এক কর পরিমাণ চুল ছোট করা উত্তম। তবে চার ভাগের এক ভাগ থেকে এক কর পরিমাণ চুল কাটলেও ইহরাম-মুক্ত হয়ে যাবে।

আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন-

تَجْمَعُ الْمُحْرِمَةُ شَعْرَهَا ، ثُمّ تَأْخُذُ مِنْهُ قَدْرَ أُنْمُلَةٍ.

ইহরামকারী নারী তার চুলকে একত্রিত করে সেখান থেকে এক কর পরিমাণ কাটবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস ১৩০৬৫)

তবে কেউ যদি কেবলমাত্র মাথার এক চতুর্থাংশ পরিমাণ থেকে চুল ছোট করে, তাহলে সেক্ষেত্রে ফুকাহায়ে কেরাম এক করের চেয়ে কিছুটা বেশি ধরে কাটতে বলেছেন। যাতে ঐ অংশের যে চুলগুলো তুলনামূলক ছোট, সেটাও এক কর পরিমাণ কাটা হয়ে যায়।

উল্লেখ্য, প্রশ্নে উল্লেখিত মহিলাদের থেকে চুল কাটা উচিত হবে না। কেননা এতে চেহারা ও চুলের পর্দা লঙ্ঘন হতে পারে। বরং চুল নিজ হোটেলে এসে কাটবে। আর মেয়েরা ঘরে এসে নিজের চুল নিজেই কেটে নিতে পারে। এতে কোনো সমস্যা নেই।

-আলমাবসূত, সারাখসী ৪/৭০; বাদায়েউস সানায়ে ২/৩৩০; আলবাহরুল আমীক ৩/১৭৯৭; ফাতাওয়া হিন্দিয়া ১/২৩৫; আদ্দুররুল মুখতার ২/৫১৫; মানাসিক, মোল্লা আলী আলকারী, পৃ. ২২৯

Read more Question/Answer of this issue