মাসুম বিল্লাহ - খুলনা
৫১৫৫. Question
আমার জানার বিষয় হল, আমাদের মাদরাসায় লিল্লাহ বোডিং আছে। আমাদের ছাত্রদের থেকে মৌখিক স্বীকৃতি নেওয়া আছে যে, তারা তাদের পক্ষ হতে উস্তাযদেরকে যাকাত গ্রহণ করার জন্য প্রতিনিধি সাব্যস্ত করেছে। এমতাবস্থায় উস্তাদগণ তাদের পক্ষ হতে উকিল সাব্যস্ত হয়ে যাকাত গ্রহণ করতঃ টাকা হস্তগত করলে মালিকদের পক্ষ হতে যাকাত আদায় হবে কি না?
অতঃপর উক্ত টাকা ছাত্রদেরকে মালিক বানানো ছাড়াই সেখান থেকে উসূলকারীগণ আমেল হিসাবে ২০% গ্রহণ করতে পারবে কি না? এব্যাপারে শরীয়তের সঠিক নির্দেশনা জানতে চাই।
পাশাপাশি শরীয়তসম্মত পদ্ধতিতে আমেল হওয়ার সঠিক সূরাত বর্তমান সময়ে কী হতে পারে জানিয়ে বাধিত করবেন।
Answer
বর্তমান প্রচলন (العرف) অনুযায়ী যেসব মাদরাসায় গোরাবা ফান্ড রয়েছে সেসব মাদরাসার মুহতামিম/কর্তৃপক্ষ গরীব ছাত্রদের পক্ষ হতে যাকাত গ্রহণের উকিল তথা প্রতিনিধি। তাই মাদরাসার প্রতিনিধির হাতে যাকাতের টাকা অর্পণ করার দ্বারাই যাকাতদাতার যাকাত আদায় হয়ে যাবে এবং এ টাকার মালিক সম্পূর্ণভাবে গরীব ছাত্ররাই হবে।
আর বর্তমানে যাকাত উসূলকারীগণ শরয়ী ‘আমেল’ নন। বরং তারা প্রতিনিধি মাত্র। তাই আমেল হিসাবে সেখান থেকে তারা বেতন/ভাতা নিতে পারবে না। তবে এক্ষেত্রে প্রতিনিধিদেরকে মাদরাসার জেনারেল ফান্ড থেকে নির্ধারিত পারিশ্রমিক দেওয়া যাবে।
প্রকাশ থাকে যে, আমেল হল ইসলামী হুকুমতের পক্ষ হতে যাকাত উসূলের জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তাদের বেতন-ভাতাদী উসূলকৃত যাকাতের টাকা থেকে দেওয়া যায়। আর বর্তমান যাকাত উসূলকারীগণ তাদের মত নয়।
উল্লেখ্য, উসূলকৃত যাকাতের টাকা এর প্রাপককে (গরীব ছাত্রগণ) বুঝিয়ে দেওয়ার পর মাদরাসা কর্তৃপক্ষ তাদের থেকে মাদরাসার নির্ধারিত ফি তথা মাদরাসা কর্তৃক অর্পিত তাদের খরচাদি নিতে পারবে। ছাত্ররা যদি যাকাত-সদকা বাবদ প্রাপ্ত টাকা থেকে তা পরিশোধ করে, তাতেও দোষ নেই। এরপর মাদরাসা কর্তৃপক্ষ সে টাকা দিয়ে চাইলে যাকাত উসূলকারীদেরকে পারিশ্রমিক দিতে পারবে।
-আলমুহীতুল বুরহানী ৩/২১৪; ইমদাদুল মুফতীন পৃ. ৮৯৫; আহাম ফেকহী ফায়সালে পৃ. ৫৪; আলমাবসূত, সারাখসী ৩/৯; বাদায়েউস সানায়ে ২/১৫১