Zilhajj 1441 || August 2020

মুহাম্মদ মিজানুর রহমান - নাম প্রকাশে অনিচ্ছুক

৫১৫৪. Question

সম্প্রতি এক যৌনকর্মীর মৃত্যুর পর পুরোপুরি ইসলামী প্রথা মেনে জানাযা পড়িয়ে দাফন করা হয়েছে। জনৈক পুলিশ কর্মকর্তার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম প্রায় দুশ উপস্থিত মুসল্লিদের নিয়ে তার জানাযা নামায পড়ান। এলাকার বাসিন্দাদের মতে এই যৌনপল্লিতে এটি ব্যতিক্রম ঘটনা। সাধারণত মৃত যৌনকর্মীদের গোপনে কবর দেওয়া হয় অথবা মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সংবাদটি প্রচার হলে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।  আমার জানার বিষয় হল, যৌনকর্মীদের জানাযা পড়ার ব্যাপারে ইসলাম কী বলে? জানিয়ে উপকৃত করবেন।

Answer

ব্যভিচারে লিপ্ত হওয়া কবীরা গুনাহ। তাও যদি হয় প্রকাশ্যে ঘোষণা দিয়ে এবং পেশা বানিয়ে তাহলে তার ভয়াবহতা যে কত বেশি তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এমন কাজে জড়িত ব্যক্তি যদি কোনো মুসলমান হয় তাহলে তার পেশাটি ভয়াবহ কবীরা গুনাহ হলেও মৃত্যুর পর তাকে কাফন পরিয়ে জানাযা দিতে হবে এবং অন্যান্য মুসলমানদের মতো তাকে দাফন করতে হবে। অবশ্য কোনো বড় আলেম এবং সমাজের শীর্ষ অনুসরণীয় ব্যক্তিবর্গের তার জানাযায় অংশগ্রহণ না করা উচিত। বরং সাধারণ লোকজন দিয়ে তার জানাযা ও কাফন-দাফনের কাজ স¤পন্ন করাই শরীয়তের নির্দেশ। যেন অন্যরা তা দেখে শিক্ষা গ্রহণ করে এবং এধরনের কাজ থেকে বিরত থাকে।

-সহীহ মুসলিম, হাদীস ১৬৯৬; জামে তিরমিযী, হাদীস ১৪২৯; কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ১৪৮; ফাতহুল বারী ১২/১৩১; বাযলুল মাজহুদ ১০/৪৬৮; শরহুল মুনয়া পৃ. ৫৯১; রদ্দুল মুহতার ২/২১০

Read more Question/Answer of this issue