Zilhajj 1441 || August 2020

মুহাম্মাদ হাবীবুর রহমান - কচুক্ষেত, ঢাকা ক্যান্ট.

৫১৫৩. Question

আমাদের একটি পারিবারিক গোরস্থান আছে। সেখানে আমাদের অনেককে দাফনও করা হয়েছে। গোরস্থানটি বর্তমানেও চলমান। তাতে মৃতদের দাফন করা হচ্ছে। আমরা চাচ্ছি যে, গোরস্থানকে স্ব-স্থানে রেখে উপর থেকে মসজিদ বানাতে। যেহেতু আমাদের অন্য কোনো জায়গা নেই যে, মসজিদের জন্য আলাদা জায়গার ব্যাবস্থা করে মসজিদ করি। এমতাবস্থায় উক্ত স্থানে মসজিদ করা যাবে কি না? কুরআন-সুন্নাহ্র আলোকে সঠিক ও বিস্তারিত সমাধান দিলে উপকৃত হব।

 

Answer

উক্ত কবরস্থানের উপর মসজিদ নির্মাণ করা যাবে না। কারণ, (ক) জায়গাটি কবরস্থানের জন্য ওয়াকফকৃত। আর ওয়াকফকৃত স্থান যে জন্য ওয়াকফ করা হয়েছে সেখানে তাই করতে হবে। অন্য কিছু করা জায়েয হবে না(খ) কবরকে অক্ষত রেখে এর উপর মসজিদ বানানো বা অন্য কোনো স্থাপনা নির্মাণ করাও নাজায়েয। হাদীস শরীফে কবরের উপর কোনো কিছু নির্মাণ করতে নিষেধ করা হয়েছে। হযরত জাবের রা. বলেন-

نَهَى رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنْ يُجَصّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ.

রাসূল সাল্লাল্লাহু  আলাইহি ওয়াসাল্লাম কবর চুনকর্ম করতে, তার উপর বসতে ও তার উপর (কোনো কিছু) নির্মাণ করতে নিষেধ করেছেন। (সহীহ মুসলিম, হাদীস ৯৭০)

সুতরাং কবরস্থানের উপর মসজিদ ইত্যাদি নির্মাণ করা যাবে না। মসজিদের জন্য আলাদা কোনো জায়গার ব্যবস্থা করতে হবে।

-আলমুহীতুল বুরহানী ৯/১৪৫; ফাতাওয়া হিন্দিয়া ২/৪৯০, ৪৭০; ফাতাওয়া তাতারখানিয়া ৮/১৮৯; ফাতাওয়া খানিয়া ১/১৯৪; রদ্দুল মুহতার ২/২৩৭; হালবাতুল মুজাল্লী ২/৬২৬

Read more Question/Answer of this issue