Shawal 1441 || June 2020

আবু জাফর - যশোর

৫১২৭. Question

ঈদের দিন আমরা একে অপরকে ঈদ মোবারকবলে ঈদের শুভেচ্ছা জানিয়ে থাকি। কেউ কেউ বলেন, এটি বলা যাবে না। এটি শরীয়তসম্মত নয়। এ বিষয়ে শরীয়তের নির্দেশনা জানালে উপকৃত হতাম।

Answer

ঈদ মোবারকএকটি দুআ বাক্য। ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য তা বলতে অসুবিধা নেই। তবে এটিকে সুন্নত মনে করা যাবে না। কারণ কোনো বর্ণনায় এভাবে বলার কথা পাওয়া যায় না।

উল্লেখ্য, হাদীসের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম ঈদের দিন একে অপরকে تَقَبّلَ اللهُ مِنّا وَمِنْك (অর্থ : আল্লাহ আমাদের এবং তোমার নেক আমল কবুল করুন) বলতেন। (আদ দুআ, তবারানী, হাদীস ৯২৮; ফতহুল বারী, ইবনে হাজার ২/৫১৭)

তাই ঈদের দিন একে অপরকে উক্ত দুআ বাক্যটি বলা এবং এর প্রচলন করাই উত্তম হবে।

-হালবাতুল মুজাল্লী ২/৫৫১; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৮৯; আলবাহরুর রায়েক ২/১৫৮; আলমুগনী, ইবনে কুদামা ৩/২৯৪

Read more Question/Answer of this issue