শাহাদাত হুসাইন - ঢাকা
৫১২৫. Question
আল্লাহর মেহেরবানিতে আমি এবছর আমার আম্মাকে নিয়ে হজ্ব করতে গিয়েছিলাম। প্রথম দুই দিন প্রচুর ভিড়ের ভেতর আম্মাকে সাথে নিয়ে আমরা কংকর মেরেছি। ১২ই যিলহজ্ব কাফেলার মুআল্লিম আমাকে বললেন, কংকর মারার সময় তো প্রচুর ভির থাকে তাই আজ আপনার মাকে কষ্ট না দিয়ে নিজেই তার পক্ষ থেকে কংকর মেরে দিন। এতে তার ওয়াজিব আদায় হয়ে যাবে। মুআল্লিমের কথা অনুযায়ী আমি নিজে সেদিন আম্মার পক্ষ থেকে কংকর মেরেছি। হজ্ব থেকে দেশে ফেরার পর একজন আলেমের সাথে কথা হলে তিনি বলেন, ‘নিজে কংকর মারতে পারলে অন্যকে দিয়ে কংকর মারানো জায়েয নেই।’ তার কথা কি ঠিক? ঠিক হলে এখন করণীয় কী?
Answer
উক্ত আলেম ঠিকই বলেছেন। যথাযথ ওজর ছাড়া অন্যকে দিয়ে কংকর মারালে তা আদায় হয় না। কংকর মারার ক্ষেত্রে ভিড় ওজর হিসাবে ধর্তব্য নয়। আর ভিড়ের কারণে মহিলা ও দুর্বলদের জন্য তো রাতেও কংকর মারার অবকাশ রয়েছে। তাই ওজর ছাড়া অন্যকে দিয়ে কংকর মারানোর কারণে তা আদায় হয়নি। সুতরাং আপনার মায়ের উপর এ কারণে জরিমানা হিসাবে ‘দম’ ওয়াজিব হয়েছে।
উল্লেখ্য, দম হল এক বছর বয়সী ছাগল, ভেড়া বা দুম্বা। তা মক্কায় হেরেমের এলাকায় জবাই করতে হয়। নিজে না গিয়ে অন্য কাউকে দিয়েও তা আদায় করা যেতে পারে।
-আলমাবসূত, সারাখসী ৪/৬৯; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/২৯৭; মানাসিক, মোল্লা আলী আলকারী পৃ. ২৪৫, ৩৯২; ফাতাওয়া তাতারখানিয়া ৩/৫২৮; গুনয়াতুন নাসিক পৃ. ১৮৭, ১৮৮; আদ্দুররুল মুখতার ২/৫১৫