Shawal 1441 || June 2020

সরওয়ার হোসাইন - মহাখালী, ঢাকা

৫১১৭. Question

আলহামদু লিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে বেশ কিছু সম্পদ দান করেছেন। আমি প্রতি বছর রমযানের শুরুতে এই সম্পদের যাকাত আদায় করি।

আমার একজন দ্বীনদার ব্যবসায়ী বন্ধু প্রায় ৩ বছর আগে আমার কাছ থেকে ৩ বছর

মেয়াদে পাঁচ লক্ষ টাকা হাওলাত নিয়েছিলেন। ৩ বছর পর এই রমযানের মাস খানেক আগে তিনি সেই টাকা পরিশোধ করেছেন।

মুফতী সাহেবের কাছে আমার জানার বিষয় হল, এই পাঁচ লক্ষ টাকা তো গত তিন বছর আমার কাছে ছিল না, এখন এই বছর কি আমাকে অন্যান্য সম্পদের সাথে এই টাকারও যাকাত আদায় করতে হবে?

Answer

হাঁ, আপনাকে এই বছর অন্যান্য সম্পদের সাথে এই পাঁচ লক্ষ টাকারও যাকাত দিতে হবে। কেননা তা আপনার হাতে না থাকলেও আপনি এ টাকার মালিক ছিলেন এবং তা পাওয়ার আশাও ছিল। সুতরাং এ বছর ও বিগত তিন বছরের যাকাত ফরয। তাই আপনাকে চলতি বছরের যাকাতও দিতে হবে। এবং আপনি যদি বিগত বছরগুলোর যাকাত না দিয়ে থাকেন তাহলে সে সময়ের যাকাতও আদায় করতে হবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৩৪৬, ১০৩৫৬; কিতাবুল আছল ২/৯৭; বাদায়েউস সানায়ে ২/৯০; আলহাবিল কুদসী ১/২৭৪; আলমুহীতুল বুরহানী ৩/২৪৪; আলবাহরুর রায়েক ২/৩৬৩

Read more Question/Answer of this issue