Shawal 1441 || June 2020

তানভীর - মোহাম্মাদপুর, ঢাকা

৫১১৬. Question

আমার নানীর ইন্তেকালের পর নানা আবার বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পরে নানাও মারা যান। এরপর থেকে সৎনানী তার ভাইদের সাথে থাকেন। এখন তার আর্থিক অবস্থা বেশি ভাল না। তাই আমার আম্মা চাচ্ছেন যাকাতের টাকা থেকে কিছু টাকা তার সৎ মাকে দিতে। প্রশ্ন হল, এর দ্বারা কি আমার আম্মার যাকাত আদায় হবে?

Answer

আপনার সৎনানী যদি যাকাত গ্রহণের উপযুক্ত হন তাহলে আপনার আম্মা তাকে যাকাত দিতে পারবেন। সৎমাকে যাকাত দেওয়া জায়েয আছে।

-ফাতাওয়া তাতারখানিয়া ৩/২১১; আলবাহরুর রায়েক ২/২৪৩; রদ্দুল মুহতার ২/৩৪৬

Read more Question/Answer of this issue