Shawal 1441 || June 2020

আবদুল খালেক - পিরোজপুর

৫১১৪. Question

আমাদের এলাকার একটি পুল দীর্ঘদিন যাবত ভেঙ্গে পড়ে আছে। এ কারণে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হয়। তাই আমি এই পুলটি মেরামত করতে চাচ্ছি। এখন জানার বিষয় হল, আমি যদি যাকাতের টাকা দিয়ে উক্ত পুল মেরামত করি তাহলে কি আমার যাকাত আদায় হবে?

Answer

পুল বা রাস্তা বানিয়ে দেওয়া বা সংস্কার করা ভাল কাজ। তবে যাকাতের অর্থ দিয়ে তা করা যাবে না। কারণ যাকাত আদায় হওয়ার জন্য যাকাতের উপযুক্ত ব্যক্তিদের ঐ টাকার পুরোপুরি মালিক বানিয়ে দেওয়া জরুরি। পুল মেরামতের মাধ্যমে মালিক বানানো হয় না। তাই এ ধরনের জনকল্যাণমূলক কাজ স্বতঃস্ফূর্ত নফল দান থেকে করতে হবে।

-বাদায়েউস সানায়ে ২/১৪২; তাবয়ীনুল হাকায়েক ২/১২০; ফাতাওয়া খানিয়া ১/২৬৮; আলবাহরুর রায়েক ২/২৪২; মাজমাউল আনহুর ১/৩২৮

Read more Question/Answer of this issue