সাব্বীর রুম্মান - পল্টন, ঢাকা
৫১১৩. Question
কিছুদিন আগে আমার বাবা কাকরাইলের একটি শোরুমে গেলে একটি নতুন মডেলের গাড়ী তার অনেক পছন্দ হয়। এ উদ্দেশ্যে তিনি গত এপ্রিলে ব্যক্তিগত গাড়িটি ২৫ লক্ষ টাকায় বিক্রি করে দেন। অতঃপর শো রুমে যোগাযোগ করলে তারা গাড়িটির মূল্য ৩৫ লক্ষ বলে। বাবার কাছে অতিরিক্ত টাকা না থাকায় তিনি অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে এ বছরের এপ্রিল চলে আসলেও অতিরিক্ত ১০ লক্ষ টাকা আর জোগাড় করতে সক্ষম হননি। হুজুরের কাছে যে বিষয়ে জানতে চাচ্ছি তা হচ্ছে, কিছুদিনের মাঝেই বাবাকে যাকাত দিতে হবে। এখন তিনি কি শুধু তার ব্যবসার মালের যাকাত দেবেন, নাকি এ ২৫ লক্ষ টাকারও যাকাত দেবেন? একজন বলল, এ ২৫ লক্ষ টাকার যাকাত দিতে হবে না। কারণ এগুলো হচ্ছে ব্যবহৃত গাড়ীর বিক্রি করা টাকা, যা নতুন গাড়ী কেনার জন্য সংরক্ষিত রাখা হয়েছে।
Answer
আপনার বাবা যদি উক্ত টাকাগুলো দিয়ে গাড়ি কিনে নিতেন অথবা গাড়ি কেনার চুক্তি করে সে টাকা বিক্রেতাকে অগ্রিম দিয়ে দিতেন তবে সে টাকার উপর যাকাত আসত না। কিন্তু তিনি যেহেতু টাকাগুলো না দিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন, তাই এক্ষেত্রে তাকে উক্ত টাকার যাকাত দিতে হবে। কারণ টাকা-পয়সা বা স্বর্ণ অলংকার মালিকানায় থাকা অবস্থায় যাকাতবর্ষ অতিক্রম হলে তার যাকাত দিতে হয়।
-বাদায়েউস সানায়ে ২/১০১; আলবাহরুর রায়েক ২/৩৬১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৫৪; আদ্দুররুল মুখতার ৩/২২৩