Shawal 1441 || June 2020

রাকিব - ফুলপুর

৫১০৮. Question

আমাদের এলাকায় একটি বিষয় নিয়ে বেশ কিছুদিন যাবৎ মতবিরোধ চলে আসছে। তা হল, জানাযার নামাযে ইমাম সাহেব মায়্যেতের কোন্ বরাবর দাঁড়াবেন? সিনা বরাবর, নাকি কোমর বরাবর? এবং এক্ষেত্রে পুরুষ-মহিলার কেনো পার্থক্য হবে কি না? মুফতী সাহেবের কাছে এ বিষয়ের সঠিক সমাধান কামনা করছি।

Answer

জানাযার নামাযে ইমাম সাহেবের জন্য উত্তম হল, মায়্যেতের সিনা বরাবর দাঁড়ানো। নির্ভরযোগ্য মতানুযায়ী এক্ষেত্রে পুরুষ-মহিলার কোনো পার্থক্য নেই।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৬৭২; আলজামেউস সাগীর, ইমাম মুহাম্মাদ পৃ. ৭৯; আলমাবসূত, সারাখসী ২/৬৫; আলমুহীতুল বুরহানী ৩/৭৩; শরহুল মুনয়া পৃ. ৫৮৮

Read more Question/Answer of this issue