Shawal 1441 || June 2020

আব্দুল্লাহ - ফেনী

৫১০৬. Question

আমাদের মাদরাসার মসজিদের জন্য মুআযযিন নির্ধারিত আছে। মুআযযিন ঐ মাদরাসারই ছাত্র। সাধারণত মুআযযিনই আযান দেন। কিন্তু ইকামতের সময় অনেক সময় মাদরাসার মুহতামিম সাহেব ইকামত দেন। প্রায় ২/৩ ওয়াক্তে তিনিই ইকামত দেন। এটা নিয়ে কিছু মুসল্লী কানাঘুষা শুরু করে। জানার বিষয় হল, একজনে আযান দেওয়া অন্যজনে ইকামত দেওয়ার বিধান কী?

Answer

যিনি আযান দেবেন ইকামত দেওয়া তারই হক। ইকামতের সময় মুআযযিন উপস্থিত থাকলে তিনিই ইকামত দেবেন। হাদীস শরীফে এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

وَمَنْ أَذّنَ فَهُوَ يُقِيمُ.

যে আযান দেবে সেই ইকামত দেবে। (জামে তিরমিযী, হাদীস ১৯৯)

তবে মুআযযিন রাজি থাকলে কিংবা তার কোনো ওজর থাকলে অন্য কেউ ইকামত দিতে পারবে। এটি নিয়ে কানাঘুষা করার কিছু নেই।

-ফাতাওয়া সিরাজিয়া পৃ. ৯; ফাতাওয়া খানিয়া ১/৭৯; মুখতারাতুন নাওয়াযিল ১/২৩৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৫৪

Read more Question/Answer of this issue