Shawal 1441 || June 2020

ইকরাম - ফেনী

৫১০৫. Question

কিছুদিন আগে আমার পরিচিত একজন গাড়ী এক্সিডেন্ট করে এবং মাথায় গুরুতর আঘাত পায়। তখন তার মাথায় অপারেশন করা লাগে। এরপর মাথায় ব্যান্ডেজ অবস্থায় ছিল কিছুদিন। প্রথম কয়েকদিন বিছানায় পুরো শায়িত ছিল। মাথা নাড়ানো সম্ভব ছিল না। ডাক্তাররাও কয়েকদিন মাথা না নাড়ানোর কথা বলেছিলেন। এখন সে কিছুটা সুস্থ হয়ে উঠেছে। প্রশ্ন হল, সে যে কয়দিন পুরো শায়িত ছিল ওই দিনগুলোর নামাযের হুকুম কী? একজন বলেছে, মাথা না নাড়াতে পারলেও যেহেতু তার জ্ঞান ছিল তাই ওই কয়দিনের নামায তার চোখের ইশারায় পড়া জরুরি ছিল। তাই ওই কয়দিন নামায না পড়া অন্যায় হয়েছে। তার একথা কি ঠিক? এখন সে ওই নামাযগুলোর জন্য কী করবে? বিস্তারিত জানতে চাই।

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ঐ পরিচিত ব্যক্তি যেহেতু ঐ কয়দিন (পাঁচ ওয়াক্তের বেশি) মাথা নাড়াতেও সক্ষম ছিলেন না তাই ঐ দিনগুলোর নামায তার উপর ফরয ছিল না। সুতরাং এর কাযা করতে হবে না।

-আলফাতাওয়া মিন আকাবীলিল মাশাইখ পৃ. ৯৮; ফাতাওয়া ওয়ালওয়ালিজিয়া ১/১০৫; খুলাসাতুল ফাতাওয়া ১/১৯৫; তাবয়ীনুল হাকায়েক ১/৪৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৭; আলবাহরুর রায়েক ২/১১৫

Read more Question/Answer of this issue