আমিন - কুমিল্লা
৫১০৪. Question
আলহামদু লিল্লাহ, আমি নিয়মিত সুন্নাহ মোতাবেক নামায আদায় করার চেষ্টা করি। গত কয়েকদিন আগে আমি ইমামের সাথে নামায শুরু করি। হঠাৎ নামাযের দ্বিতীয় রাকাতে দাঁড়ানো অবস্থায় আমার মাথা প্রচুর চক্কর দেয়া শুরু করে। তখন আমার চোখের সামনে সব অন্ধকার মনে হচ্ছিল। ঐ সময় আমি না পেরে বসে পড়ি এবং বাকি নামায বসে আদায় করি। জানার বিষয় হল, আমার এভাবে বসে নামায আদায় করা কি ঠিক হয়েছে?
Answer
হাঁ, উক্ত অবস্থায় আপনার বসে নামায পড়াটা ঠিকই হয়েছে। কারণ নামায অবস্থায়ও যদি কেউ অসুস্থতার কারণে দাঁড়াতে না পারে তবে বাকি নামায বসে আদায় করাও জায়েয।
-কিতাবুল আছল ১/১৯৯; বাদায়েউস সানায়ে ১/২৮৮; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৬৯; আলবাহরুর রায়েক ২/১১৬