Shawal 1441 || June 2020

মুনিরুজ্জামান - জামালপুর

৫১০৩. Question

জামাতে নামায আদায় করা অবস্থায় মাঝে মাঝে আমার তাশাহহুদ শেষ হওয়ার আগেই ইমাম সাহেব তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান। এমতাবস্থায় আমার করণীয় কী? আমি তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াব, নাকি তাশাহহুদ অসমাপ্ত রেখেই ইমামের সাথে দাঁড়িয়ে যাব?

Answer

মুক্তাদির জন্যও পুরো তাশাহহুদ পড়া ওয়াজিব। তাই তাশাহহুদ শেষ হওয়ার পূর্বেই যদি ইমাম তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান তাহলে মুক্তাদী নিজের তাশাহহুদ পূর্ণ করে দাঁড়াবে। এক্ষেত্রে ইমামের সাথে দাঁড়িয়ে যাবে না।

-আলমুহীতুল বুরহানী ২/১৩১; মুখতারাতুন নাওয়াযিল ১/২৯৯; খুলাসাতুল ফাতাওয়া ১/১৫৯; শরহুল মুনয়া পৃ. ৫২৭; ফাতাওয়া তাতারখানিয়া ২/১৯১; আদ্দুররুল মুখতার ১/৪৮০

Read more Question/Answer of this issue