তানিয়া সুলতানা - বাগেরহাট
৫১০১. Question
একদিন সকালে আমি কুরআন তিলাওয়াত শেষে ইশরাকের নামায পড়ছিলাম। সেদিন নামায অবস্থায় আমার ঋতু¯্রাব শুরু হয়ে গেলে আমি নামায ছেড়ে দিই। হুজুরের কাছে জানতে চাই, আমার উক্ত নামায কি পুনরায় আদায় করতে হবে?
Answer
হাঁ, পবিত্র হওয়ার পর উক্ত নফল নামায কাযা করতে হবে। কেননা, নফল নামায শুরু করার পর তা সম্পন্ন করা ওয়াজিব হয়ে যায়।
উল্লেখ্য, ফরয নামাযের মধ্যে যদি এমনটি হয় অর্থাৎ ফরয নামায শুরু করার পর যদি কারো মাসিক শুরু হয় তাহলে পরবর্তীতে সেই ফরযের কাযা করা লাগে না।
-আলমাবসূত, সারাখসী ২/১৪; ফাতাওয়া তাতারখানিয়া ১/৪৮২; আলবাহরুর রায়েক ১/২০৫; ফাতাওয়া হিন্দিয়া ১/৩৮; আলজাওহারাতুন নাইয়িরা ১/৪০