Shaban-Ramadan 1441 || April-May 2020

রজেফা বেগম - চাঁপাইনবাবগঞ্জ

৫০৯১. Question

মুহতারাম, আড়াই মাস আগে আমার স্বামী রোড এক্সিডেন্টে মারা যান। বর্তমানে আমি স্বামীর বাড়িতে ইদ্দত পালন করছি। দুসপ্তাহ পর আমার ছোট বোন ও তার স্বামী হজে¦ যাবেন। তাদের বাসা আমাদের গ্রামেই, খুব নিকটে। হজে¦ যাওয়া উপলক্ষে তারা সকল নিকট আত্মীয়কে দাওয়াত করেছেন। যাদের মাঝে আমিও আছি। আমি কি এ দাওয়াতে যেতে পারব?

Answer

আপনি চাইলে উক্ত দাওয়াতে যেতে পারবেন। তবে অবশ্যই আপনাকে রাত হওয়ার আগে বাসায় ফিরে আসতে হবে। কেননা বিধবা মহিলার জন্য ইদ্দত অবস্থায় বিনা ওজরে স্বামীর গৃহের বাইরে রাত্রি যাপন করা জায়েয নেই।

Ñবাদায়েউস সানায়ে ৩/৩২৩; আলইখতিয়ার ৩/২৬৫; আলমুহীতুল বুরহানী ৫/৩৩৭; মাজমাউল বাহরাইন পৃ. ৫৯৫; আলবাহরুর রায়েক ৪/১৫৩; ফাতাওয়া হিন্দিয়া ১/৬৩৪

Read more Question/Answer of this issue