আকরাম হোসেন - বরিশাল
৫০৮৯. Question
আমি সিজনের সময় আলু-পেঁয়াজ, আদা-রসুন ইত্যাদি মালামাল কিনে রাখি। এরপর সুবিধামত বিক্রয় করি। এ বছর আমার বাৎসরিক যাকাত আদায়ের সময় আলু-পেঁয়াজ গোডাউনে থাকতেই এগুলোর বাজার-মূল্য কয়েকগুণ বেড়ে যায়। জানার বিষয় হল, এসময় আমি উক্ত মালের ক্রয়-মূল্য হিসাবে যাকাত আদায় করব, নাকি বিক্রয়-মূল্য হিসাবে যাকাত দিতে হবে?
Answer
ব্যবসা-পণ্যের মূল্যের যাকাত আদায়ের ক্ষেত্রে যেদিন যাকাতবর্ষ পূর্ণ হয় সেদিনের বাজার-দর ধর্তব্য হবে। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি উক্ত মালের বর্তমান পাইকারী বিক্রয়-মূল্য হিসাব করে যাকাত প্রদান করবেন।
Ñমুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১০৫৫৯; কিতাবুল আমওয়াল, আবু উবাইদ পৃ. ৫২১; ফাতাওয়া তাতারখানিয়া ৩/১৭০; ফাতাওয়া হিন্দিয়া ১/১৭৯; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ৩৯১; আদ্দুররুল মুখতার ২/২৮৬