Shaban-Ramadan 1441 || April-May 2020

ইবনে বতুতা - ঢাকা

৫০৮৭. Question

আমার এক বন্ধুকে আমি ২ লাখ টাকা ঋণ দিয়েছি প্রায় দুই বছর হয়ে যায়। সে দেবে বলে বিভিন্ন সমস্যার কারণে এখনো দিতে পারেনি। এ বছর আমি যাকাত দেওয়ার সময় আমার বড় ভাইজান, যিনি দ্বীনী বিষয়ে জ্ঞান রাখেন, বললেন, তোমাকে সে ঋণ দেওয়া টাকার যাকাত দিতে হবে। হুযূরের নিকট জানতে চাচ্ছি, আমার উক্ত বন্ধুকে দেওয়া ঐ ঋণের উপর যাকাত আসবে কি না?

Answer

হাঁ, প্রশ্নোক্ত ক্ষেত্রে উক্ত ঋণের যাকাত দিতে হবে। তবে আপনি চাইলে ঐ টাকা পাওয়ার পর তার যাকাত আদায় করতে পারেন। সেক্ষেত্রে যে কয় বছর পিছনে অতিবাহিত হয়েছে তার যাকাতও দিতে হবে। আর চাইলে টাকা পাওয়ার আগেও প্রতি বছরেরটা নগদে আদায় করে দিতে পারেন।

Ñকিতাবুল হুজ্জাহ আলা আহলিল মাদীনাহ ১/২৯৭; আলমাবসূত, সারাখসী ২/১৯৪; আলহাবিল কুদসী ১/২৭০; তাবয়ীনুল হাকায়েক ২/২৮

Read more Question/Answer of this issue