হুমাইদ - বাগানবাড়ী, সিলেট
৫০৮১. Question
আমার গ্রামের বাড়ী সিলেট। বাংলাদেশের নাগরিক। থাকি লন্ডনে। লন্ডনের সিটিজেনশিপ আছে। সিলেটে আমাদের বাড়ী ও জায়গা-জমি আছে। বছরে আব্বা-আম্মাসহ একাধিকবার দেশে আসা হয়। সামনে আমার বিবাহ-শাদী ইত্যাদি দেশেই করার খেয়াল এবং লন্ডন ও বাংলাদেশ উভয় দেশেই থাকার খেয়াল। কিছু সময় দেশে থাকব, বাকি সময় লন্ডনে থাকবÑ এমন নিয়ত। জানার বিষয় হল, আমি দেশে আসলে কি কসর করব?
Answer
: প্রশ্নোক্ত ক্ষেত্রে যেহেতু লন্ডন ও সিলেট দুই জায়গাতেই আপনার বসবাসের ব্যবস্থা ও আসবাবপত্র রয়েছে এবং উভয় জায়গায় বসবাসও করেন তাই আপনি দুটি জায়গাতেই মুকীম গণ্য হবেন এবং পূর্ণ নামায পড়বেন। তবে পথিমধ্যে আপনি মুসাফির গণ্য হবেন।
Ñফাতাওয়া তাতারখানিয়া ২/৫১১; আলবাহরুর রায়েক ২/১৩৭; বাদায়েউস সানায়ে ১/২৮০; আলমুহীতুল বুরহানী ২/৪০২; আদ্দুররুল মুখতার ২/৭৩৯