Shaban-Ramadan 1441 || April-May 2020

আবুল কালাম আজাদ - কোটালিপাড়া, গোপালগঞ্জ

৫০৭৩. Question

গত রমযানে একদিন তারাবীহ আদায় করার জন্য মসজিদে গেলাম। এশার নামায শেষ হওয়ার পর যখন তারাবীহ শুরু হল তখন আমার একজন পরিচিত ব্যক্তিকে দেখলাম, তিনি বসে বসে তারাবীহ পড়ছেন। ভাবলাম, হয়ত কোনো অসুস্থতার কারণে বসে নামায পড়ছেন। নামায শেষ হওয়ার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, কী অসুস্থতার কারণে তিনি বসে নামায পড়ছিলেন? তিনি বললেন, না কোনো সমস্যা নেই। এমনিতেই বসে বসে তারাবীহ পড়ছিলাম। তারাবীহ তো বসে পড়া জায়েয আছে। পরবর্তীতে আমি আরো বেশ কয়েকদিন তাকে কোনো কারণ ছাড়াই বসে তারাবীহ আদায় করতে দেখেছি।

মুফতী সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি যে, তার এ কথা কতটুকু সঠিক? কোনো সমস্যা বা অসুস্থতা ছাড়াই কি তারাবীহ বসে পড়া জায়েয আছে?

Answer

কোনো ওযর ছাড়া তারাবীহ যমিনে বসে সমতলে সিজদা করে পড়লেও আদায় হয়ে যায়। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে নামায আদায়কারী ব্যক্তির চেয়ে অর্ধেক সওয়াব পাবে। হাদীস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনÑ

إِنْ صَلّى قَائِمًا فَهُوَ أَفْضَلُ وَمَنْ صَلّى قَاعِدًا، فَلَهُ نِصْفُ أَجْرِ القَائِمِ.

দাঁড়িয়ে নামায আদায় করাই সর্বোত্তম। যদি কেউ বসে নামায আদায় করে তাহলে সে দাঁড়িয়ে নামায আদায়কারী ব্যক্তির অর্ধেক সওয়াব পাবে। (সহীহ বুখারী, হাদীস ১১১৫)

Ñবাদায়েউস সানায়ে ১/৬৪৭; মুখতারাতুন নাওয়াযিল ১/৩৪০; মাজমাউল আনহুর ১/২০০; ফাতাওয়া বায্যাযিয়া ১/৩০; শরহুল মুনয়া পৃ. ৪১০

Read more Question/Answer of this issue