Shaban-Ramadan 1441 || April-May 2020

আরিফ - বরিশাল

৫০৬৭. Question

জুমার পূর্বের চার রাকাত সুন্নত পড়া অবস্থায় অনেকসময় খতীব সাহেব খুতবা শুরু করে দেন। এক আলেম থেকে শুনেছি খুতবার সময় নামায পড়া নিষেধ। জানার বিষয় হল, এমন পরিস্থিতিতে আমার জন্য করণীয় কী? বিস্তারিত জানালে কৃতজ্ঞ থাকব।

Answer

প্রশ্নোক্ত অবস্থায় দুই রাকাতের পর সালাম ফিরিয়ে দেবেন। আর যদি তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যান তাহলে তৃতীয় রাকাতের সিজদা না করে থাকলে বসে যাবেন এবং সালাম ফিরিয়ে নামায শেষ করবেন। উভয় অবস্থায় জুমার পর উক্ত চার রাকাত সুন্নত পড়ে নেওয়া উত্তম। আর যদি তৃতীয় রাকাতের সিজদা করে ফেলেন, তাহলে চার রাকাতই পূর্ণ করবেন।

Ñআলমুহীতুল বুরহানী ২/৪৬৪; যাদুল ফাকীর পৃ. ১৬৪; হালবাতুল মুজাল্লী ১/৬৫৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৫৭৭; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ২৪৫

Read more Question/Answer of this issue