Shaban-Ramadan 1441 || April-May 2020

হাসান মাসুদ - রামপুরা, ঢাকা

৫০৬৬. Question

রমযান মাসে একদিন খতম তারাবীর ২০ রাকাত শেষ হওয়ার পর আমি ইস্তিনজায় যাই। অযু করে এসে ইমামের সাথে বিতিরের দুই রাকাত পাই। কিন্তু ভুলবশত অবশিষ্ট এক রাকাত পড়ার সময় দুআয়ে কুনূত না পড়েই নামায শেষ করে ফেলি। ইমাম সাহেবকে বিষয়টি জানালে তিনি বলেন, নামায হয়ে গেছে। জানার বিষয় হল, তিনি কি সঠিক বলেছেন? ইমামের সাথে যে রাকাতে আমি দুআয়ে কুনূত পড়েছি সেটা আমার দ্বিতীয় রাকাত ছিল। এমতাবস্থায় কি আমার নাযায সহীহ হয়েছে?

Answer

ইমাম সাহেব ঠিকই বলেছেন। ইমামের সাথে দুআ কুনূত পড়ার কারণে আপনার দুআ কুনূত ঐ সময়ই আদায় হয়ে গেছে। তাই ছুটে যাওয়া রাকাত আদায়ের সময় তা আবার না পড়া ঠিক হয়েছে।

Ñআলমুহীতুল বুরহানী ৩/১১৫; ফাতাওয়া খানিয়া ১/১০৬; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭১; শরহুল মুনয়া পৃ. ৪২১; ফাতহুল কাদীর ১/৩৮০; আলবাহরুর রায়েক ২/৪১

Read more Question/Answer of this issue