Rajab 1441 || Mach 2020

মুহাম্মাদ আশরাফ - আফতাব নগর, ঢাকা

৫০৫৮. Question

আত্মরক্ষার কৌশল (মার্শাল আর্ট, কারাতে) শেখার সময় শিক্ষকের সামনে মাথা ঝুঁকাতে হয় (শিক্ষককে সম্মান দেখানোর জন্য) এতে কি কোনো অসুবিধা আছে? থাকলে বিকল্প ব্যবস্থা কী?

Answer

মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামী তরীকা নয়। হাদীস শরীফে এভাবে সম্মান প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে। আনাস ইবনে মালেক রা. থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন-

قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ الرّجُلُ مِنّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ؟ قَالَ: لَا.

এক ব্যক্তি বলল, হে আল্লাহ্র রাসূল! আমাদের কেউ তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করলে মাথা ঝুঁকাবে? তিনি উত্তরে বললেন, না। (জামে তিরমিযী, হাদীস ২৭২৮)

তাই উক্ত পদ্ধতি পরিহারযোগ্য। ইসলামে অভিবাদনের জন্য শুধু সালামের শিক্ষা রয়েছে।

-মিরকাতুল মাফাতীহ ৮/৪৯৮; ফয়যুল কাদীর ৫/৪৯৯

Read more Question/Answer of this issue