Rajab 1441 || Mach 2020

মুহাম্মাদ রিয়াজ - নোয়াখালী

৫০৫৭. Question

আমাদের এলাকার এক ব্যক্তি মাদরাসা প্রতিষ্ঠার জন্য ১০ ডিসিম জমি দান করে। সেখানে একটি অনাবাসিক নূরানী মকতব প্রতিষ্ঠা করা হয়। দুই-তিন বছর পর এলাকার মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে মাদরাসা কমিটি সিদ্ধান্ত নিল, মাদরাসার পাশাপাশি একটি জামে মসজিদ নির্মাণ করবে। তাই কমিটির সিদ্ধান্তক্রমে উক্ত ব্যক্তি দানকৃত জমি থেকে ৪ ডিসিম জমি মসজিদের জন্য দান করে এবং সেখানে মসজিদ নির্মাণ করে।

আমার প্রশ্ন হল, উক্ত প্রক্রিয়াটি সঠিক হয়েছে কি না? ভুল হলে সংশোধনের উপায় কী? এবং এতদিন এলাকাবাসীর আদায়কৃত নামাযে  কোনো সমস্যা হবে কি না? মাদরাসা ও মসজিদে একই কমিটি ও পূর্বের কমিটি অপরিবর্তিত।

 

Answer

প্রশ্নোক্ত ক্ষেত্রে বাস্তবেই যদি মাদরাসার ছাত্র-শিক্ষক ও সংশ্লিষ্ট সহযোগী শুভাকাক্সক্ষী ও এলাকাবাসীর জন্য মসজিদের প্রয়োজন হয় অর্থাৎ আশপাশে সুবিধাজনক অবস্থানে কোনো মসজিদ না থাকে তাহলে মাদরাসা কমিটির জন্য ওই জায়গায় মসজিদ নির্মাণ করা বৈধ হয়েছে। এখন এটি মাদরাসা মসজিদ হিসেবে মাদরাসা কর্তৃপক্ষের অধীনে পরিচালিত হবে। সুতরাং এতদিন এলাকাবাসীর আদায়কৃত নামায নিয়ে সংশয়ে ভোগার প্রয়োজন নেই। অবশ্য জমিদাতার জন্য প্রথমে ১০ ডিসিম জায়গা মাদরাসার জন্য দিয়ে পরে আবার সেখান থেকে ৪ ডিসিম জায়গা মসজিদের জন্য দেওয়া সঠিক হয়নি। কেননা মাদরাসার জন্য দেওয়ার পর জমিটি মাদরাসার মালিকানায় চলে গেছে। এতে জমিদাতার কোনো স্বত্ব বাকি থাকেনি।

-আলবাহরুর রায়েক ৫/২১৩; আলইখতিয়ার ২/৫১৪; ফাতাওয়া হিন্দিয়া ২/৩৬৮; আদ্দুররুল মুখতার ৪/৩৬৬

Read more Question/Answer of this issue