হাসানুল হক বান্না - নাড়িয়া, শরিয়তপুর
৫০৫০. Question
আমার বড় ভাই কুয়েতে থাকেন। আমার বড় ভগ্নিপতির ভাগ্নির সাথে তার বিবাহ ঠিক হয়। তিনি আমার ভগ্নিপতিকে ওকীল বানিয়ে দেন, যেন তিনি তার বিবাহটা পড়িয়ে দেন। ৫ লক্ষ টাকা দেন মহরের কথা হয়। কিন্তু বিবাহের মজলিসে মেয়ে পক্ষের জোরাজোরিতে আমার ভগ্নিপতি আরো দেড় লক্ষ টাকা বাড়িয়ে দেন। এক্ষেত্রে তিনি আমার ভাইয় থেকে পুনরায় অনুমতি নেননি এবং আমার বাবা সেখানে উপস্থিত ছিলেন, তাকেও কিছু জিজ্ঞেস করেননি। কারণ তিনি জানতেন, আমার বাবা মহর বাড়িয়ে দিতে রাযি হবেন না। আমার ভাই এখনো কুয়েত থেকে আসেননি। আরো দুই মাস পরে আসার কথা। এখন আমার জানার বিষয় হচ্ছে, আমার বড় ভাইয়ের অনুমতি ছাড়া মহর বৃদ্ধি করার কারণে তাদের বিবাহ কি শুদ্ধ হয়েছে? যদি হয় তাহলে অতিরিক্ত ১ লক্ষ ৫০ হাজার টাকা পরিশোধ করা কার উপর জরুরি? আমার ভাইয়ের উপর নাকি আমার ভগ্নিপতির উপর?
উল্লেখ্য, ঐ মেয়ের মহরে মিসিল বর্তমান বাজারে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মতো।
Answer
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার ভগ্নিপতির জন্য আপনার ভাইকে না জানিয়ে মহর বৃদ্ধি করা ঠিক হয়নি। এখন যদি আপনার ভাই বিষয়টি মেনে নেন তাহলে পূর্ণ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকাই মহর হিসেবে গণ্য হবে এবং পুরোটা আপনার ভাইকেই পরিশোধ করতে হবে।
প্রকাশ থাকে যে, এক্ষেত্রে আপনার ভাইয়ের জন্য বর্ধিত মহর অনুমোদন না দেওয়ার এখতিয়ার আছে। সেক্ষেত্রে যদি কনে আপনার ভাইয়ের রাজি হওয়া মহরে একমত হয় তাহলে উক্ত বিবাহ বহাল থাকবে, অন্যথায় আপনার ভাই উক্ত বিবাহ প্রত্যাখ্যান করে দিতে পারবে।
-কিতাবুল আছল ১০/২০২; ফাতহুল কাদীর ৩/২০২; ফাতাওয়া হিন্দিয়া ১/২৯৭; আলমুহীতুল বুরহানী ৪/৪৪; ফাতাওয়া তাতারখানিয়া ৪/১৫০