Rajab 1441 || Mach 2020

শহীদ - টাঙ্গাইল

৫০৪৬. Question

তিন বছর আগে আমি এক ব্যক্তি থেকে আমাদের বাজারে এক কাঠা জায়গা ক্রয় করি। এখন সেখানে একটি দোকান করতে চাচ্ছি। কাজ শুরু করতে গেলে স্থানীয় এক ব্যক্তি বলল, এখানে প্রায় চল্লিশ বছর আগের একটি কবর আছে। এমতাবস্থায় আমি কি ঐ জায়গায় দোকান করতে পারব?

Answer

হাঁ, উক্ত জায়গায় আপনি দোকান করতে পারবেন। কেননা ব্যক্তি মালিকানাধীন জায়গায় কবর দেওয়া হলে এবং পুরাতন হওয়ার কারণে লাশ মাটির সাথে মিশে গেছে বলে প্রবল ধারণা হলে ঐ কবর সমান করে তাতে ঘর-বাড়ি নির্মাণ করা জায়েয। এমনিভাবে অন্য কাজেও তা ব্যবহার করা জায়েয।

-সহীহ মুসলিম, হাদীস ৫২৪; উমদাতুল কারী ৪/১৭৯; তাবয়ীনুল হাকায়েক ১/৫৮৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৭; আলবাহরুর রায়েক ২/১৯৫; আদ্দুররুল মুখতার ২/২৩৮

Read more Question/Answer of this issue