Rajab 1441 || Mach 2020

রহমাতুল্লাহ - নড়াইল

৫০৪৪. Question

আমাদের এলাকায় এক মুরব্বী মৃত্যুর পূর্বে তার এক বন্ধুকে জানাযা পড়ানোর অসিয়ত করে যান। কিন্তু তার ছেলে এই অসিয়তের কথা জানা সত্ত্বেও ঐ ব্যক্তিকে বাদ দিয়ে অন্য হুজুরকে দিয়ে জানাযা পড়ান। পরে এ নিয়ে তার আত্মীয়দের মাঝে মতবিরোধ তৈরি হয়ে যায়, ছেলে তার বাবার অসিয়ত পালন করেনি, অথচ অসিয়ত পালন করা জরুরি। জানার বিষয় হল, শরয়ী দৃষ্টিকোণ থেকে এ অসিয়ত পালন করা কি জরুরি ছিল? এবং এ কাজের কারণে কি তার অন্যায় হয়েছে?

Answer

জানাযার ইমামতি কে করবে তার বিবরণ ও নির্দেশনা শরীয়তে রয়েছে। তাই কাউকে নিজ জানাযা পড়ানোর অসিয়ত করে গেলে তা পালন করা তার অভিভাবকের জন্য জরুরি হয়ে যায় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে মৃতের অসিয়ত পালন না করার কারণে আত্মীয়দের কোনো গুনাহ হয়নি। অতএব এ নিয়ে সমালোচনা করা ঠিক নয়। তবে যাকে জানাযা পড়ানোর অসিয়ত করা হয়েছে তিনি যদি উপযুক্ত হন এবং যারা জানাযার হকদার তারা যদি নিজে না পড়িয়ে তাকে সুযোগ দেন তাহলে এতেও দোষের কিছু নেই।

-উয়ূনুল মাসাইল পৃ. ৩১; আলমুহীতুল বুরহানী ৩/১১০; খুলাসাতুল ফাতাওয়া ১/২২২; আননাহরুল ফায়েক ১/৩৯১; ফাতাওয়া হিন্দিয়া ১/১৬৩; আদ্দুররুল মুখতার ২/২২১

Read more Question/Answer of this issue