Rajab 1441 || Mach 2020

মুহাম্মাদ আশিক - কুমিল্লা

৫০৪৩. Question

আমার পিতা বার্ধক্যজনিত কারণে হাঁটতে সক্ষম নন। মৃত্যুর পূর্বে তার শেষ ইচ্ছা তিনি হজ্ব করবেন। মুহতারামের নিকট আমার জিজ্ঞাসা হল,

ক. হুইল চেয়ারে তাকে তাওয়াফ করালে তাঁর তাওয়াফ কি আদায় হবে? এবং এর কারণে কোনো দম বা সদকা আবশ্যক হবে কি?

খ. আমি যখন তাকে হুইল চেয়ারে তাওয়াফ করাব তখন এর দ্বারা কি আমার তাওয়াফ আদায় হবে, নাকি আমাকে পুনরায় পৃথক তাওয়াফ করতে হবে?

Answer

ক. হাঁ, হেঁটে তাওয়াফ করতে অক্ষম মাযূর ব্যক্তির জন্য হুইল চেয়ারে তাওয়াফ করা জায়েয। এর দ্বারা তার তাওয়াফ আদায় হয়ে যাবে। আর এ কারণে কোনো দম বা সদকা ওয়াজিব হবে না।

প্রকাশ থাকে যে, হেঁটে তাওয়াফ করতে সক্ষম ব্যক্তির জন্য হুইল চেয়ারে তাওয়াফ করা জায়েয নয়। এমন কোনো ব্যক্তি হুইল চেয়ারে তাওয়াফ করলে তার তাওয়াফই সহীহ হবে না। সুতরাং নতুন করে আবার হেঁটে তাওয়াফ করে নিতে হবে। যদি তা না করে তবে তাকে দম আদায় করতে হবে। -মুখতাসাতুত তাহাবী পৃ. ৬৪; আলমাবসূত, সারাখসী ৪/৪৪; বাদায়েউস সানায়ে ২/৩০৭; আলবাহরুল আমীক ২/১১৪৩ গুনয়াতুন নাসিক পৃ.২৭৩; ফাতাওয়া হিন্দিয়া ১/২৪৭

খ. হুইল চেয়ারে আপনার পিতাকে তাওয়াফ করানোর সময় নিজে তাওয়াফের নিয়ত করে নিলে আপনার তাওয়াফও আদায় হয়ে যাবে। এক্ষেত্রে পৃথকভাবে আবার তাওয়াফ করতে হবে না। -মুখতাসারুত তাহাবী পৃ. ৬০; আততাজরীদ, কুদূরী ৪/১৮৭৪; বাদায়েউস সানায়ে ২/৩০৮; আলমুহীতুল বুরহানী ৩/৪৪৯

Read more Question/Answer of this issue