মাজেদুল ইসলাম - খুলনা
৫০৪০. Question
কিছুদিন আগে আমি মসজিদে নামায পড়ছিলাম। হঠাৎ আমার হাঁচি আসে। হাঁচির পর বেখেয়ালে কিছুটা শব্দ করেই ‘আলহামদু লিল্লাহ’ বলে ফেলি। নামায শেষ করার পর পাশে থাকা এক ব্যক্তি বললেন, নামাযটি আবার পড়ে নিলে ভালো হয়। কারণ, নামাযে হাঁচির পরের দুআ পড়া যায় না। জানার বিষয় হল, নামাযে হাঁচির পর ‘আলহামদু লিল্লাহ’ বললে কি নামায নষ্ট হয়ে যায়?
Answer
নামাযে হাঁচি আসলে ‘আলহামদু লিল্লাহ’ না বলাই নিয়ম। তবে ‘আলহামদু লিল্লাহ’ যেহেতু যিকির তাই তা বলে ফেললেও নামায নষ্ট হবে না। সুতরাং আপনার উক্ত নামায সহীহ হয়েছে। তা পুনরায় পড়তে হবে না।
-খুলাসাতুল ফাতাওয়া ১/১২০; যাদুল ফাকীর, ইবনুল হুমাম পৃ. ১৩৬; হালবাতুল মুজাল্লী ২/৩৯৯; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩১৭; হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী পৃ. ১৭৮