Rajab 1441 || Mach 2020

শরীফ - নওগাঁ

৫০৩৯. Question

কিছুদিন আগে আমার হাঁটুতে প্রচ- ব্যথা হয়েছিল। ওঠা-বসা করতে পারতাম না। তাই এক মুফতী সাহেবকে জিজ্ঞেস করে চেয়ারে বসে ইশারার মাধ্যমে রুকু-সিজদা করে নামায পড়তাম। তখন আমার সুস্থ অবস্থায় ছুটে যাওয়া কিছু নামাযের কাযা পড়ি। এখন আলহামদু লিল্লাহ আমার হাঁটুতে কোনো ব্যথা নেই। রুকু-সিজদা ঠিকভাবে করতে পারি। জানার বিষয় হল, অসুস্থ থাকাকালীন সুস্থ অবস্থায় ছুটে যাওয়া যে নামাযগুলোর কাযা পড়েছিলাম সেগুলো কি এখন পুনরায় পড়তে হবে?

Answer

না, অসুস্থ অবস্থায় যে কাযা নামাযগুলো পড়েছেন তা পুনরায় পড়তে হবে না। কারণ, সুস্থাবস্থায় ছুটে যাওয়া নামায অসুস্থতার কারণে ইশারা করে পড়ে নিলেও তা আদায় হয়ে যায়।

-খুলাসাতুল ফাতাওয়া ১/১৯১; আলমুহীতুল বুরহানী ৩/৩৪; আলহাবিল কুদসী ১/২২৬; ফাতাওয়া হিন্দিয়া ১/১৩৮; রদ্দুল মুহতার ২/৭৬

Read more Question/Answer of this issue