Rajab 1441 || Mach 2020

মীযান - গফরগাঁও, ময়মনসিংহ

৫০৩৭. Question

আমি একদিন বড় ভাইয়ের সাথে মসজিদে যাচ্ছিলাম। পথে এক গাছের নিচ দিয়ে যাওয়ার সময় চড়–ই পাখির বিষ্ঠা এসে আমার জামায় পড়ে। মসজিদে পৌঁছে আমি জামা ধুতে চাইলে বড় ভাই বললেন, ধোওয়ার দরকার নেই। চড়–ই পাখির বিষ্ঠা নাপাক নয়। তাড়াতাড়ি জামাতে শরিক হয়ে যাও। নতুবা প্রথম রাকাত ছুটে যাবে। তার কথামত আমি তা না ধুয়েই নামায পড়ে নেই।

হুযুরের কাছে আমার জানার বিষয় হল, বড় ভাইয়ের এই কথা কি সঠিক যে, চড়ুই পাখির বিষ্ঠা নাপাক নয়? তা জামায় লেগে থাকা অবস্থায় আমার উক্ত নামায কি শুদ্ধ হয়েছে?

Answer

হাঁ, আপনার বড় ভাই ঠিকই বলেছেন। চড়ুই পাখির বিষ্ঠা নাপাক নয়। তা কাপড়ে লাগার দ্বারা কাপড় নাপাক হয় না। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার উক্ত নামায শুদ্ধ হয়েছে। তবে চড়ুই পাখির বিষ্ঠা নাপাক না হলেও তা যেহেতু ময়লা তাই সম্ভব হলে নামাযের আগে তা ধুয়ে নেবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১২৬১; বাদায়েউস সানায়ে ১/১৯৭; ফাতাওয়া বায্যাযিয়া ১/২১; শরহুল মুনয়া পৃ. ১৪৯; আলবাহরুর রায়েক ১/১১৩; রদ্দুল মুহতার ১/৩২০

Read more Question/Answer of this issue