Jumadal Akhirah 1441 || February 2020

মাওলানা সানাউল্লাহ - খুলনা

৫০২০. Question

জানাযার খাটিয়া বহনের সুন্নত তরীকা কী? আমাদের এলাকায় এ ব্যাপারে বিভিন্ন ধরনের পদ্ধতি দেখা যায়। কখনো দেখা যায় কিছুদূর বহন করার পর যারা বহন করেনি তারা বহন করে। আবার কখনো পায়া পরিবর্তন করে নেয়। তাই এ বিষয়ে আমাদেরকে নির্ভরযোগ্য তথ্যসহ জানালে খুবই উপকার হবে।

Answer

জানাযার খাটিয়া বহন করার পদ্ধতি হল, খাটিয়ার চার পায়া চারজন (কাঁধে) বহন করবে। এবং প্রত্যেকে কাঁধ পরিবর্তন করে সবগুলো পায়া বহন করবে। এভাবে একেকজনের সবগুলো পায়া ধরা সুন্নতের অন্তুর্ভুক্ত। সবগুলো পায়া বহন করার নিয়ম ফক্বীহগণ এভাবে উল্লেখ করেছেন যে, প্রথমে একজন সামনের ডান পায়া কাঁধে নেবে। তারপর পেছনের ডান পায়া, এরপর সামনের বাম পায়া, তারপর পেছনের বাম পায়া কাঁধে নেবে।

উল্লেখ্য, প্রয়োজন হলে কিছু লোক খাটিয়ার মাঝেও ধরতে পারবে।

-মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১১৩৯৭; কিতাবুল আছার, ইমাম মুহাম্মাদ, বর্ণনা ২৩৩; কিতাবুল আছল ১/৩৪৪; আলমাবসূত, সারাখসী ২/৫৬; আলমুহীতুল বুরহানী ৩/৬৯; ফাতহুল কাদীর ২/৯৬; ইলাউস সুনান ৮/২৮৯

Read more Question/Answer of this issue